কম্পিউটার টাইপ শিখতে প্রথম কি বাক্য লিখতে হয় ?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারকম্পিউটার টাইপ শিখতে প্রথম কি বাক্য লিখতে হয় ?
রিয়া বোস asked 6 years ago

কম্পিউটার টাইপ শিখতে প্রথম কি সেনটেন্স লিখতে হয়, যাতে করে আমরা কমপিউটার এ সহজেই লেখতে পারি । কম্পিউটার টাইপিং শেখার নিয়ম কি ?  কোন pdf আছে কি?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 6 years ago

কম্পিউটার এ টাইপ করা এবং দ্রুত টাইপ করা একটি অনুশীলনের বিষয়।  কম্পিউটার এর কিবোর্ড টা বেশ বড় এবং আমরা হাতের ১০ আঙ্গুল ব্যবহার করেই লিখে থাকি যাতে দ্রুত লেখা যায় ।
 
যে বাক্যটি বেশি বেশি করে লেখানো হয় কিবোর্ড এ হাত বসানোর জন্য সেটি হলো : A quick brown fox jumps over the lazy dog.
ইংরেজি তে দ্রুত টাইপ করার জন্য আমাদের আলাদা একটি পোস্ট আছে যা নিচে দিলাম । যে কোন একটি কিবোর্ড এ ( বাংলা অথবা ইংলিশ, তবে ইংলিস কিবোর্ড সব জায়গাতে ই পাবেন, এমন কি যেখানে বাংলা লেখা হয়, সেখানেও )  হাত বসলে অন্য টাতে সহজেই বসে যাবে ।
 


ইংরেজী টাইপ করার নিয়ম এবং লিখার গতি বাড়ানোর নিয়ম

Your Answer

12 + 17 =

error: Content is protected !!