কর্পোরেট ডেটাবেজ
সাধারণত কর্পোরেট ডেটাবেজ হলো প্রাতিষ্ঠানিক পর্যায়ের সেই ডেটাবেজ যা কোনো প্রতিষ্ঠান কর্তৃক বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহৃত হয় তাকেই কর্পোরেট ডেটাবেজ বলে। কোন কর্পোরেট প্রতিষ্ঠানের বিভিন্ন বা অনুবিভাগের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের ডেটা নিয়ে তৈরি হয় কর্পোরেট ডেটাবেজ। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব প্রয়োজনে এই ডেটাবেজ গড়ে তোলে সেখানে উক্ত প্রতিষ্ঠানের আওতার থাকা সকল ডেটার এক বিশাল সংগ্রহ থাকে। বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের কর্মী,ক্রেতা সরবরাহকারী, অংশীদার এবং সরকারকে নির্ভুল ও সময়মতো তথ্য প্রদান করতে হয়। কর্পোরেট ডেটাবেজ সহজেই এই কাজটি করে তুলে।