ক্লাউড কম্পিউটিং সেবা গ্রহণ করা হয় কেন?

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিক্লাউড কম্পিউটিং সেবা গ্রহণ করা হয় কেন?
সাকিব asked 6 years ago

ক্লাউড কম্পিউটিং সেবা গ্রহণ করা হয় কেন এই বিষয়ে জানতে চাই? 


1 Answers
Imran Hossain answered 6 years ago

ক্লাউড কম্পিউটিং এর সেবা গ্রহণ করার করা হয় মুলত ,


  • ক্লাউড কম্পিউটিং সিকিউর । 
  • ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে একটি হাব্বি কম্পিউটার থাকলেই হয় ।  এর পাশা পাশি কম মূল্যর কম্পিউটার ব্যবহার করলেই চলবে ।
  • এক সাথেই অনেক জন মিলে ব্যবহার করা যায় ।
  • ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে খরচ কম ।
  • আবার কম পরিমাণ জনসংখ্যা নিয়োগ দিয়েই কাজ করা যায় ।
  • এইটি যেকোন সময় যেকোন স্থান থেকে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড কিংবা আপলোড করা যায় ।

Your Answer

14 + 1 =

error: Content is protected !!