ক্লাস ৮ এ রোল ১ হওয়ার উপায়।

প্রশ্ন উত্তরCategory: সাধারণক্লাস ৮ এ রোল ১ হওয়ার উপায়।
Uddin asked 7 years ago

আমি ৮ম শ্রেণির ছাত্র।কিভাবে রোল ১ হওয়া যায়,ও সব বিষয়ে অর্থাৎ  জে কয়টা বিষয় ৮ম শ্রেণিতে আছে তাতে সবচেয়ে বেশি নাম্বার অর্জন করা যায়?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 7 years ago

ভালো রেজাল্ট করতে গেলে ভালো লেখা পড়া করতে হবে । আমরা অনেকেই শুধু পড়ি আর পরীক্ষার খাতায় গিয়ে লিখবো ভাবি । কিন্তু লিখাটা আগে থেকেই চালু রাখা জরুরী । কারন লিখলেই  কিংবা অন্য কেউ পড়া ধরলেই কেবল ধরা পড়ে কি কি ভুলে গেছেন ।


আর না বুঝে মুখস্ত না করে সবকিছু যতটা সম্ভব বুঝে পড়া । প্রয়োজনে বড়দের সাহায্য নিতে হবে ।  তার পরও যদি কোন বিষয় ঠিক মতো মাথায় না থাকে এবং সেটি পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি , জাস্ট প্রতিদিন ঘুমানোর আগে সেই বিষয়টি একটু একটু করে চিন্তা করা লাগবে । দেখা সাবে এক সময় সহজ হয়ে গেছে ।

আর সবচেয়ে বেশি নম্বর পেতে গেলে একটু বেশি বেশি ই পড়াশুনা করা লাগবে 🙂 , তবে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া টা ই বড় কথা নয় । একজন ভালো মানুষ হতে পারাটাই বড় কথা 🙂

লেখা + পড়া চালিয়ে যান নিয়ম করে । সবার সাথে হাসিখুশি থাকুন আর বাবা মা কে ভালো বন্ধু বানান 🙂 দেখবেন অনেক ভালো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে।

ধন্যবাদ 🙂

Your Answer

3 + 5 =

error: Content is protected !!