মনিটর কি এবং মনিটর কত প্রকার ও কি কি

প্রশ্ন উত্তরCategory: সাধারণমনিটর কি এবং মনিটর কত প্রকার ও কি কি
Harun asked 6 years ago


2 Answers
Imran Hossain answered 6 years ago

প্রথম অংশে আমরা জেনে নিবো , মনিটর কি?


মনিটর কি

মনিটর সাধারণত ডিসপ্লে ডিভাইস, সার্কিট আবরণ, এবং পাওয়ার সাপ্লাই দিয়ে গঠিত হয়ে থাকে । মনিটর কম্পিউটারে আউটপুট ডিভাইস হিসাবে বেশি ব্যবহার করা হয় । মনিটর বলতে আমরা বুঝি টিভির মতো দেখতে যন্ত্রকে । এক কথায়, মনিটরের মাধ্যেমে সিস্টেম চালিত চলামন প্রক্রিয়া সরাসরি দেখা যায় । তাকেই মনিটর বলে । যেমন, ডেক্সটপ এর সাথে মনিটর সংযোগ প্রধান  করে ।
মনিটর এর ধরন দুই  প্রকার,

  • সি আর টি / ক্যাথোড রে টিউব মনিটর
  • ফ্লাট প্যানেল মনিটর

সি আর টি – ক্যাথোড রে টিউব মনিটর : এ মনিটরে পিকচার টিউব ব্যবহার করা হয় ।  আবার রঙ্গিন মনিটরের ক্ষেত্রে তিনটি পিকচার টিউব দেওয়া যায় ।
ফ্লাট প্যানেল মনিটর : এ ধরনের মনিটরে কোন প্রকার পিকচার টিউব লাগা থাকে না, একে ফ্লাট প্যানেল মনিটর বলা হয়  । উধাহরণস্বরূপ, LED মনিটর, LCD মনিটর ।

Shahin answered 2 years ago

44+44


Your Answer

9 + 2 =

error: Content is protected !!