প্রথমে গ. সা. গু. কি এটা জানি।
গ.সা.গু.(H.C.F): গ.সা.গু. এর পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণণীয়ক। দুই বা সংখ্যার সাধারণ গুণণীয়কগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম সংখ্যাটিকে গ.সা.গু.(H.C.F.) বলে।
গসাগু করার নিয়ম
গ. সা. গু. কয়েকটি উপায়ে নির্ণয় করা যায়। নিম্নে গুণণীয়কের মাধ্যমে গ.সা.গু.নির্ণয় করা দেখানো হলোঃ২০ ও ১৬ এর গ.সা.গু. গুণণীয়ক এর মাধ্যমে,
২০ এর গুণণীয়ক গুলো হলো
১,২,৪,৫,১০,২০।
১৬ এর গুণণীয়ক গুলো হলো
১,২,৪,৮,১৬।
সাধারণ গুণনীয়ক গুলো হলো ১,২,৪। এখানে, ৪ সবচেয়ে বড় অতএব সংখ্যা দুইটির গ.সা.গু. হলো ৪ 0।