গিজার কাকে বলে
Geyser শব্দ থেকে এসেছে গিজার । এর বাংলা প্রতিশব্দ হচ্ছে উষ্ণপ্রস্রবণ, যে উষ্ণপ্রসবণ থেকে মাঝে মাঝে জল বা বাষ্প স্তম্ভেউঠে আসে তাই গিজার ।
সাধারন ভাবে বলতে গেলে গিজার হচ্ছে পানি গরম করা হয় এমন একটি পাত্র যার ভিতর দিয়ে পানি প্রবাহিত ও হলে পারে । এটি সাধারনত গোসলখানা বা বাথরুম এ লাগানো থাকে এবং বিদ্যুৎ ও পানির লাইনের সাথে কানেক্ট করা থাকে । সুইচ টিপলে বিদ্যুতের সাথায্যে পানি গরম হয়ে থাকে এবং সেটি গোসল এ ব্যবহার করা হয় ।
পানির কেটলিকেও গিজারের উদাহরন হিসেবে ব্যবহার করা যেতে পারে । গিজার আসলে এমন কিছু যেখানে পানি গরম হয় এবং সেটি থেকে বাস্পও হয় । প্রকিতিতেও গিজার আছে, বিশেষ করে আগ্নেওগিরি গুলোতে …
আইসল্যান্ডীয় শব্দ (geyser) থেকে গিজার শব্দটির উৎপত্তি যার অর্থ গর্জন। সংকীর্ণ উপকূষ্ঠীয় উপপথে ভূঅভ্যন্তরে অত্যন্ত উষ্ণজল ও বাস্প নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত ভাবে ফয়োরার মতো স্তম্ভাকারে প্রবল বেগে সশব্দে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হলে তাকে গিজার বলে
আইসল্যান্ডীয় শব্দ (geyser) থেকে গিজার শব্দটির উৎপত্তি যার অর্থ গর্জন। সংকীর্ণ উপকূষ্ঠীয় উপপথে ভূঅভ্যন্তরে অত্যন্ত উষ্ণজল ও বাস্প নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত ভাবে ফয়োরার মতো স্তম্ভাকারে প্রবল বেগে সশব্দে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হলে তাকে গিজার বলে