শতরঞ্জি কি? শতরঞ্জী অর্থ কি ?

প্রশ্ন উত্তরCategory: সাধারণশতরঞ্জি কি? শতরঞ্জী অর্থ কি ?
Rimon asked 5 years ago

শতরঞ্জি কি এবং এর অর্থ কি জানতে চাই । 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

শতরঞ্জি কি এর উত্তর হিসেবে বলা যায় যে সুতা বা সুতলি দিয়ে তৈরি এক ধরনের বিছানা  যা এক সময় বিত্তবান দের আভিজাত্যের অন্যতম প্রতীক ছিল। শতরঞ্জি অর্থ বিছানা , তবে সেটি বিষেয় ভাবে বানাবো যার কাচা মাল সুতলি ।
বাংলাপিডিয়ার তথ্য মনে ব্রিটিশ শাসনামলে শতরঞ্জির বহুল ব্যবহার ছিল এবং আজ কাছ দেয়ালমাদুর হিসেবেও অত্যন্ত আকর্ষণীয় ছিল এই শতরঞ্জি । আজকাল ব্যাগ, ছোট পার্স, টেবিল ম্যাট ইত্যাদি আরো কিছু কিছু সৃজনশীল পণ্যের মধ্যে ব্যবহার শতরঞ্জি লক্ষ করা যায় ।  এর উৎপত্তি স্হল রংপুর এবং বর্তমানে রংপুরে খুব ক্ষুদ্র পরিসরে শিল্পটি টিকে আছে ।


Your Answer

16 + 15 =

error: Content is protected !!