জাহাজ পানিতে ভাসার কারণঃ
লোহার তৈরি জাহাজের তলদেশ অনেক ফাঁপা এবং প্রশস্ত হয়। এ কারণে জাহাজকে পানিতে নামালে জাহাজটি অনেক বেশি আয়তনের পানি অপসারিত করে। অর্থাৎ একটি জাহাজে যে পরিমাণ ওজন থাকে ঠিক সেই পরিমাণ ওজনের চেয়ে পানি অপসারণ করে।
এর ফলে জাহাজের পানির অপসারিত ওজন জাহাজের ওজনের চেয়ে বেশি হয়। জাহাজের যে অংশ ডুবালে তার দ্বারা অপসারিত পানির ওজন জাহাজের ওজনের সমান হয় সেটুকু ডুবে যায়। জাহাজের অবশিষ্ট অংশ পানিতে ভাসে। সুতরাং জাহাজ কর্তৃক অপসারিত পানির ওজন জাহাজের ওজনের চেয়ে অনেক বেশি হওয়ায় জাহাজ পানিতে ভেসে থাকে।

ship made of iron float in water
লোহা অপসারিত পানিও ওজন লোহা অপেক্ষা কম হয় বলে লোহাও পানিতে ডুবে যায়। আর যখন লোহার তৈরি জাহাজ পানিতে রাখলে অপসারিত পানির ওজন লোহার জাহাজের চেয়ে বেশি হয় বলে জাহাজ পানিতে ভেসে থাকে।