শব্দ সংকেত কিভাবে তড়িৎ সংকেতে পরিনত হয় ?

প্রশ্ন উত্তরCategory: বিজ্ঞানশব্দ সংকেত কিভাবে তড়িৎ সংকেতে পরিনত হয় ?
md Shakhawat Hossain Sabbir asked 3 years ago


1 Answers
Md Shariar Sarkar Staff answered 3 years ago

বিভিন্য মাইক্রোফন গুলো শব্দ সংকেত কিভাবে তড়িৎ সংকেতে রুপান্তর করে ।


আমরা জানি, শব্দ শক্তির একটি যান্ত্রিক রূপ যা তরঙ্গ আকারে ভ্রমণ করে । তো শব্দের এই যান্ত্রিক তরঙ্গ থেকে electric energy বা তড়িৎ শক্তি তৈরি করা যেতে পারে ।

নিচের ছবি টি দেখুন

 

audio to electric signal

audio to electric signal

আমরা যখন মাইক্রোফন এর সামনে কথা বলি , এটি একটি ভাইব্রেশন তৈরি করে ডায়াফ্রেম এ । এবং ডায়াফ্রেমটি ইন্ডাক্টর এর সাথে যুক্ত থাকে  একটি ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে । তো যখন ডায়াফ্রেম  এ কম্পন তৈরি হয়, তখন ফেরাডের সুত্র (faraday law) অনুসারে কয়েলের মধ্যে ভোল্টেজের পরিবর্তন ঘটে । আর কয়েলের এই ভোল্টেজের পরিবর্তন ইলেকট্রিক সিগনাল বা তড়িৎ সংকেতে পরিনত হয় ।

Your Answer

5 + 1 =

error: Content is protected !!