জুম চাষ কী? এ চাষের পদ্ধতি ও কোথায় করা হয়?

প্রশ্ন উত্তরCategory: জীব বিজ্ঞানজুম চাষ কী? এ চাষের পদ্ধতি ও কোথায় করা হয়?
Ziaur asked 4 years ago

জুম চাষ কী? এ চাষের পদ্ধতি ও কোথায় করা হয়? 


1 Answers
Ziaur answered 4 years ago

জুম চাষ ইংরেজীতে যা  Shifting Cultivation বলা হয়। কারণ  পাহাড়ি এলাকায় প্রচলিত এক ধরনের কৃষিপদ্ধতি যে পদ্ধতিতে জঙ্গল কেটে পুড়িয়ে চাষ করা হয়, আবার সেই স্থানে জমির উর্বরতা কমে গেলে পূর্বের স্থান হতে কৃষি জমি স্থানান্তরিত করে অন্যত্র আবার কৃষি জমি গড়ে ওঠে।


“জুম চাষ” বিশেষ শব্দে “ঝুম চাষ” নামেও পরিচিত।  পাহাড়ের গায়ে ঢালু এলাকায় এই চাষ করা হয়। এই পদ্ধতির চাষে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করা সম্ভব হয়।  রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান-এই তিন জেলা নিয়ে গড়ে ওঠা পার্বত্য চট্টগ্রামের প্রায় ৯০ শতাংশ পাহাড়িই জুম চাষী।

Your Answer

8 + 17 =

error: Content is protected !!