ভেরিয়েন্ট মানে কি

প্রশ্ন উত্তরCategory: জীব বিজ্ঞানভেরিয়েন্ট মানে কি
Ripon asked 3 years ago

ভেরিয়েন্ট  কি? ভেরিয়েন্ট মানে কি


1 Answers
Md Shariar Sarkar Staff answered 3 years ago

ভেরিয়েন্ট (variant) শব্দ টি একটি ইংরেজি শব্দ যা বায়লজি তে ব্যবহার হয় আবার গণিত ও কম্পিউটার এ ও ব্যবহার হয় ।  আর এখন আমরা প্রায়ই শুনছি করোনা ভাইরাসের বিভিন্ন ভেরিয়েন্ট  এর কথা ।


ভেরিয়েন্ট  মানে কি?

তো ভেরিয়েন্ট এর অর্থ ক্ষেত্র বিশেষে ভিন্য ভিন্য হয় । তবে সাধারন ভাবে বলা যেতে পারে ভেরিয়েন্ট এর আর এক অর্থ হলো ভার্সন । কোন একটি জিনিসের কাছাকাছি কিন্তু একটু ভিন্য আর একটি টাইপ বা ভার্সন ই হচ্ছে ভেরিয়েন্ট।

যেমন জীব বিজ্ঞান এর ভাষায় কোন একটি অনুজীবের মুলটির সামান্য কিছু বৈশিষ্টের পার্থকে যে নতুন টাইপ বা ধরন নিয়ে আর একটি অনুজীব আসে সেটি সেই অনুজীবের ভেরিয়েন্ট।

আবার গণিত বা প্রগ্রামিং এ ভেরিয়েন্ট হলো  এমন একটি নতুন টার্ম বা ফরমুলা যা অন্য আর একটি টার্ম বা ফরমুলার সকল বৈশিষ্ট নিয়ে নতুন রুপে আসে বা তৈরি হয় ।

Your Answer

15 + 1 =

error: Content is protected !!