ডিসলভ অক্সিজেন কি? মাছ চাষে এর গুরুত্ব কেমন, জানতে চাই।

প্রশ্ন উত্তরCategory: জীব বিজ্ঞানডিসলভ অক্সিজেন কি? মাছ চাষে এর গুরুত্ব কেমন, জানতে চাই।
Ziaur asked 3 years ago


1 Answers
Ziaur answered 3 years ago

উদ্ভিদ প্লাংকটন ও জলজ উদ্ভিদ সালোকসংশ্লেষন প্রক্রিয়ায় যে অক্সিজেন প্রস্তুত করে তা পানিতে দ্রবীভূত হয়। বাতাস থেকে কিছু পরিমাণ অক্সিজেন সরাসরি পানিতে মিশে। পুকুরের মাছ, জলজ উদ্ভিদ ও প্রাণী এ অক্সিজেন দ্বারা শ্বাসকার্য চালায়। রাতে সূর্যের আলোর অভাবে কোন অক্সিজেন প্রস্তুত হয় না। এ জন্য সকালে পুকুরের পানিতে অক্সিজেনের পরিমান কমে যায়, বিকালে অপেক্ষাকৃত বেশী থাকে।


পুকুরের পানিতে ২.০ মি.গ্রা./লিটারের (২ পিপিএম) কম অক্সিজেন থাকলে রুই জাতীয় মাছ স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। পুকুরের পানিতে ৫-৮ মি.গ্রা. /লিটার (৫-৮ পিপিএম) হারে দ্রবীভূত অক্সিজেন থাকলে মাছ কাংক্ষিত হারে বৃদ্ধি পায়।

পানিতে দ্রবীভূত অক্সিজেনের উৎস দুটি :

১) পানি সংলগ্ন বাতাস,
২) সবুজ শেওলা ও পানিতে ডুবন্ত জলজ জীবের সালোকসংশ্লেষণ

পানিতে অক্সিজেনের পরিমাণ সহনশীল মাত্রার নিচে নেমে গেলে নিম্নরূপ লক্ষণগুলো পরিলক্ষিত হয়ে থাকে –

  •     – মাছ পানির উপর ভেসে উঠে ও খাবি খায়;
  •     – মাছ পুকুর পাড়ের কাছে চলে আসে;
  •     -মাছ ও ক্লান্তিহীনভাবে পানিতে ঘোরাফেরা করতে থাকে।

তাই মাছের সুস্থ, সঠিক বেড়ে ওঠার জন্য সঠিক পরিমান দ্রবীভূত অক্সিজেন পানিতে থাকতে হবে।

Your Answer

5 + 7 =

error: Content is protected !!