ট্রি টপোলজি (Tree Topology) কাকে বলে? এটি ব্যবহারের সুবিধা ও অসুবিধাসমূহ লেখ।

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারট্রি টপোলজি (Tree Topology) কাকে বলে? এটি ব্যবহারের সুবিধা ও অসুবিধাসমূহ লেখ।
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

ট্রি টপোলজি (Tree Topology):

যে টপোলজিতে কম্পিউটারগুলো একে অপরের সাথে গাছের শাখা-প্রশাখার মত বিন্যস্ত থাকে তাকে ট্রি টপোলজি বলা হয়। এতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ত কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এর অর্থ হচ্ছে- প্রথম স্তরের কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ত হয়। এমনিভাবে দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়। অফিস ম্যানেজমেন্টের কাজে এ নেটওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ। শাখা-প্রশাখা তৈরির মাধ্যমে ট্রি টপোলজির নেটওয়ার্ক বিস্তার করা সহজ।


ট্রি টপোলজি ব্যবহারের সুবিধাঃ

  • অফিস ব্যবস্থাপনার কাজে এ নেটওয়ার্ক টপোলজি খুবই গুরুত্বপূর্ণ।
  • শাখা-প্রশাখা তৈরির মাধ্যমে এ টপোলজির নেটওয়ার্ক বিস্তার করা সহজ হয়।
  • নতুন কোন নোড সংযোগ বা বাদ দিলে নেটওয়ার্কের স্বাভাবিক কাজের কোন অসুবিধা হয় না।

ট্রি টপোলজি ব্যবহারের অসুবিধাঃ

  • এ টপোলজি কিছুটা জটিল প্রকৃতির।
  • রুট বা সার্ভার কম্পিউটারে ত্রুটি দেখা দিলে ট্রি নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে।

Your Answer

14 + 8 =

error: Content is protected !!