তুরস্কের বড় সৌরবিদ্যুৎ কেন্দ্রঃ
গত ০২.০৫.২০২৩ খ্রি. তারিখে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয় তুরস্কের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এর উদ্বোধন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিশ্বের ৫টি বড় সৌর বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে এটি একটি।
ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টিতে বিশ্বের সবচেয়ে বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। দেশের শীর্ষ বাণিজ্য প্রতিষ্ঠান কালিয়ন হোল্ডিংয়ের কালিয়ন এনার্জি মধ্য অঞ্চলের কনিয়া প্রদেশে সৌর বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করেন। এখান থেকে ১,৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে।
৩২ লাখের বেশি সোলার প্যানেল বিশিষ্ট এ কেন্দ্র থেকে ২০ লাখের বেশি মানুষকে বিদ্যুৎ প্রদান করা যাবে। এগুলো ছাড়া এটি তুরস্কের মোট জ্বালানি উৎপাদনের প্রায় ২০% পূরণ হবে।