মস্তিস্কে প্রতি মিনিটি কি পরিমাণ রক্ত সরবরাহ করে থাকে ?

প্রশ্ন উত্তরCategory: সাধারণমস্তিস্কে প্রতি মিনিটি কি পরিমাণ রক্ত সরবরাহ করে থাকে ?
Rohim asked 5 years ago

 মস্তিস্কে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সরবরাহ হয় জানালে একটু ভালো হত । 


1 Answers
Imran Hossain answered 5 years ago

মস্তিষ্ক হল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অপরিহার্য অংশ, যা করোটির অভ্যন্তরে অবস্থিত এবং দেহের প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র। ভ্রুণ অবস্থায় সুষুম্নাকান্ডের অগ্রবর্তী দন্ডাকার অংশ ভাঁজ হয়ে পর পর ৩টি বিষমাকৃতির স্ফীতি তৈরী করে ৷ স্ফীতি ৩টি মিলেই গঠিত হয় মস্তিষ্ক ৷মস্তিস্কে প্রতি মিনিটে ৩৫০ মি.লি পরিমাণ রক্ত সরবরাহ করে থাকে ।


Your Answer

0 + 15 =

error: Content is protected !!