থার্মোমিটার এর ব্যবহার

প্রশ্ন উত্তরCategory: বিজ্ঞানথার্মোমিটার এর ব্যবহার
কামরুল asked 7 years ago

থার্মোমিটার এর ব্যবহার গুলো বললে ভালো হতো । আর কিভাবে থার্মোমিটার ব্যবহার করা উচিত ? 


3 Answers
Md Shariar Sarkar Staff answered 7 years ago

থার্মোমিটার এর ব্যবহার হয়ে থাকে তাপমাত্রা পরিমাপ করার জন্য ।  শরিরের তামপাত্রা থেকে শুরু করে যে কোন ধরনের তামপাত্রা মাপার জন্য ব্যবহার করে থার্মোমিটার (thermometer) ।


আমাদের জ্বর হলেও আমরা জ্বর মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করি ।

আবার আপনার ল্যাপটম কিংবা কিছু কিছু ডেস্টকপ কম্পিউটার এও থার্মোমিটার  লাগানো থাকে যাতে তাপমাত্রার উপর নির্ভর করে কুলিং ফ্যান কতক্ষন ঘুরবে সেটা ঠিক করতে পারে ।

সাধারন থার্মোমিটার গুলোর ভিতরে পারদ থাকে । থার্মোমিটার  এর কিছু  ছবি নিচে দেয়া হলো

thermometer for whether temperature

thermometer for whether temperature

 

Afrida answered 3 years ago

ধন্যবাদ। মানব দেহের সাভাবিক তাপমাত্রা কত? 


Md Shariar Sarkar Staff answered 3 years ago

মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা ধরা হয় 98.6°F (37°C). তবে এই তাপমাত্রা কারো কারো ক্ষেত্রে কিছুটা কম বা বেশি হতে পারে । তাই স্বাভাবিক তাপমাত্রা ধরা হয় 97°F (36.1°C)  থেকে 99°F (37.2°C) এর মধ্যে ।


কারো শরীরর তাপমাত্রা যদি 100.4°F  বা 38°C এর বেশি হয়। ধরে নেয়া হয় তার জ্বর হয়েছে ।

Your Answer

3 + 4 =

error: Content is protected !!