থিননেট ও থিকনেট ক্যাবলের মধ্যে পার্থক্য কি?
1 Answers
থিননেট ও থিকনেট ক্যাবলের মধ্যে পার্থক্যঃ
থিননেট | থিকনেট |
১. থিন কো-এক্সিয়াল ক্যাবল ব্যবহার করে যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে থিননেট ক্যাবল বলা হয়। | ১. থিক-কো-এক্সিয়াল ক্যাবল ব্যবহার করে যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে থিকনেট ক্যাবল বলা হয়। |
২. কোন ধরনের রিপিটার ব্যতীত ১৮৫ মিটার পর্যন্ত ব্যবহার করা যায়। | ২. এটি কোন ধরনের রিপিটার ব্যতীত ৫০০ দৈর্ঘ্য পর্যন্ত ব্যবহার করা যায়। |
৩. এতে BNC কানেক্টর ব্যবহার করা হয়। | ৩. এতে জাম্পয়ার ট্যাম্প ও ড্রপ ক্যাবল ব্যবহার করা হয়। |
৪. থিন কো-এক্সিয়াল ক্যাবলের ব্যাস ০.২৫ ইঞ্চি। | ৪. থিক কো-এক্সিয়াল ক্যাবলের ব্যাস ০.৫ ইঞ্চি। |
৫. এ ধরনের নেটওয়ার্কে ১০ বেজ ২ (10 Base 2) নেটওয়ার্কও বলা হয়। | ৫. এ ধরনের নেটওয়ার্কে ১০ বেজ ৫ (10 Base 5) নেটওয়ার্কও বলা হয়। |