দ্বিনেত্র দৃষ্টি কি?
মানুষ কোন দৃশ্যযোগ্য বস্তু একই সাথে দুচোখের সাহায্যে এককভাবে দেখতে পায়। কোন বস্তু থেকে প্রতিফলিত আলোকরশ্মি রেটিনায় পতিত হলে যে স্নায়ু উদ্দীপনার সৃষ্টি করে তা স্বতঃস্ফূর্ত ভাবে মতিষ্কের দৃষ্টিকেন্দ্রে প্রতিবিম্ব একত্রীভূত হয়। ফলে আমরা দুচোখে একটি বস্তুকে এককভাবে দেখি।
এজন্য মানুষের দৃষ্টিকে দ্বিনেত্র দৃষ্টি বলে।