নেম রেজুলেশন কি?

Robbani asked 7 years ago


1 Answers
Imran Hossain answered 7 years ago

নেম রেজুলেশন বলতে কোন হোস্টকে দেওয়া নামের বিপরীতে তার IP এড্রেস বের করার প্রক্রিয়াই হলো নেম রেজুলেশন। যেমন ধরুন, আপনাকে বলা হলো মি. মিন্টুকে ফোন করুন। আপনি কেবল তার নাম জানলেন। কিন্তু মিন্টুর সাথে যোগাযোগ করতে হলে তার ফোন নাম্বার অবশ্যয় জানতে হবে। এর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারেন।
সচারচর ব্যবহৃত পদ্ধতি হলো টেলিফোন ডিরেক্টরিতে মিন্টু নামের বিপরীতে ফোন নাম্বার খোঁজা। এইরকমই পদ্ধতি অবলম্বন করে TCP/ IP । যেমন, আপনি ব্রাউজার টাইপ করলেন http://www.google.com। এইটি ইন্টারনেটে অবস্থিত একটি হোস্টের ঠিকানা। এর সাথে যোগাযোগ গড়লে আপনার ব্রাউজারে অবশ্যয় সেই হোস্টের IP এড্রেস বের করতে হবে। এর জন্য আপনার ব্রাউজারে সচরাচর ডিএনএস সার্ভারের সাথে যোগাযোগ করে এই তথ্য জেনে নেয়। এর জন্য অবশ্যয় এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। যেমন, একটি টেক্সট ফাইলে (hosts) আগে থেকেই সেই হোস্টের IP এড্রেস লিখে রাখতে পারেন এবং নেম রেজুলেশনের জন্য আপনার কম্পিউটারকে সেই ফাইল (hosts) ব্যবহার করতে পারেন। 


Your Answer

16 + 4 =

error: Content is protected !!