নৈতিকতা কি? এর তাৎপর্য সম্পর্কে বিস্তারিত জানতে চাই।

প্রশ্ন উত্তরCategory: সাধারণনৈতিকতা কি? এর তাৎপর্য সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

নৈতিকতাঃ

নৈতিকতার ইংরেজী প্রতিশব্দ Morality। ল্যাটিন শব্দ  Mas বা Moralitas থেকে Morality শব্দের উৎপত্তি হয়েছে। যার অর্থ হচ্ছে সঠিক আচরণ বা চরিত্র। নৈতিকতা মানবিক আদর্শাবলীর একটি প্রণালি যা সুখী জীবন লাভে আমাদের আচরণের নির্ধারক। এটি মূলত উদ্দেশ্য, সিদ্ধান্ত এবং কর্মের মধ্যে ভালো-খারাপ, উচিত- অনুচিত এর পার্থক্যকারী।


Cambridge International Dictionary of English অনুসারে নৈতিকতা এমন একটি গুণ যা ভাল অথবা মন্দ আচরণ, সততা ও স্বচ্ছতা প্রভৃতির সাথে সম্পর্কযুক্ত। নৈতিকতাকে প্রতিটি ব্যক্তিই আইন অথবা অন্য যে কোন বিষয়ের চেয়ে বেশি গুরুত্ব  প্রদান করে থাকেন। জোনাথন হাইট (Jonathan Haidt) এ সম্পর্কে বলেন, “ধর্ম, মানব আচরণ এবং ঐতিহ্য- এই তিনটি বিষয় হতে নৈতিকতার উদ্ভব ঘটে।” তাই নৈতিকতা সম্পর্কে বলা যায়, সমাজের  প্রথা, আদর্শ, ধর্ম এবং ন্যায়বোধ হতেই নৈতিকতার সৃষ্টি। এটি মানুষের বাহ্যিক আচরণ পরিবর্তনের পাশাপাশি চিন্তাকেও পরিবর্তন করে। কেউ যদি নৈতিকতা লঙ্ঘন করে তার পরিপ্রেক্ষিতে শাস্তি  না পেলেও তাকে বিবেকের কাছে দংশিত হতে হয়। নৈতিকতার  প্রকৃত উদ্দেশ্য, সৎ ও ন্যায়বান মানুষ সৃষ্টি করে সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের সার্বিক উন্নতি সাধন ও নীতিবোধ প্রতিষ্ঠা করা।

Your Answer

15 + 20 =

error: Content is protected !!