মূল্যবোধের উপাদান কি কি?

প্রশ্ন উত্তরCategory: সাধারণমূল্যবোধের উপাদান কি কি?
Abdullah Al Faroque Staff asked 6 months ago


2 Answers
Abdullah Al Faroque Staff answered 6 months ago

মূল্যবোধের উপাদানঃ

মূল্যবোধ একটি অর্জিত বিষয় যা সমাজে দীর্ঘ সময় বসবাসের ভিতর দিয়ে একজন ব্যক্তির মধ্যে তৈরী হয়। কোন ব্যক্তির মূল্যবোধ কেমন হবে তা সমাজের পারিপার্শ্বিক অবস্থা অথবা সমাজের বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে। এ অবস্থাই হলো মূল্যবোধের উপাদান। কয়েকটি উপদান নিম্নে আলোচনা করা হলোঃ


  • নীতিবোধঃ মূল্যবোধের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নীতিবোধ। কোন কাজ করতে গেলে নিজের বিবেক, যুক্তি ও নীতি প্রয়োগ করে তা করা প্রয়োজন। যুক্তি সাধারণত নীতিবোধের উপর নির্ভর করে। কারণ নৈতিক কাজ যুক্তির বিরুদ্ধে হতে পারে না। তাই যে যত বেশি নীতিবান তার মূল্যবোধ তত বেশি হবে।
  • শৃঙ্খলাঃ মূল্যবোধের অপরিহার্য উপাদান শৃঙ্খলা। উচ্চ মূল্যবাধ সৃষ্টি হয় শৃঙ্খলা অনুসরণের মাধ্যমে।
  • সৌজন্যবোধঃ কোন ব্যক্তির আচার মধ্য দিয়েই তার মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটে। সৌজন্যবোধ তার একটি অংশ। আচার-আচরণে সৌজন্য, শালীনতা মূল্যবোধ থেকে সৃষ্টি।
  • সহমর্মিতাঃ মূল্যবোধ বা সহমর্মিতা ওতপ্রোতভাবে জড়িত। সহমর্মিতা না থাকলে কেউ মূল্যবোধ সম্পন্ন হতে পারে না।

Imran answered 2 months ago

রাইট


Your Answer

20 + 1 =

error: Content is protected !!