পানি দূষণের প্রধান কারণঃ
মানুষের সৃষ্ট কর্মকান্ডই পানি দূষণের প্রধান কারণ। এগুলোর মধ্যে-
- কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক;
- কলকারখানার রাসায়নিক দ্রব্য;
- গৃহস্থালির বর্জ্যের মাধ্যমে;
- নদী বা পুকুরে গরু-ছাগল গোসল করানো এবং
- কাপড় চোপড় ধোয়ার কারণে পানি দূষিত হচ্ছে।
পানি দূষণ
পানি দূষণের প্রভাবঃ
পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটছে। পানি দূষণের ফলে দূষিত পানি পান করে মানুষ ডায়রিয়া বা কলেরার মতো পানিবাহিত রোগে নিয়মিত আক্রান্ত হচ্ছে।