পানি বিশুদ্ধকরণঃ পানিকে বেশ কয়েকটি উপায়ে বিশুদ্ধকরণ করা যায়। যেমনঃ
ক্লোরিনেশনঃ (Chlorination):
পানিতে জীবাণু দূর করার সবচেয়ে উত্তম ও সহজ পন্থা হচ্ছে ক্লোরিনেশন। প্রয়োজনীয় পরিমাণে ব্লিচিং পাউডার পানিতে মিশ্রণ করলে উৎপন্ন ক্লোরিন জারিত করার মাধ্যমে জীবাণুকে ধ্বংস করে দেয়। এ পদ্ধতিকে বলা হয় ক্লোরিনেশন। এক্ষেত্রে ব্লিচিং পাউডার যোগ করার পর ছেকে নিয়ে পানি পান করার উপযোগী হয়।
ফুটানো (Boiling):
পানিকে সর্বনিম্ন ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত ফুটিয়ে জীবাণুমুক্ত করা যায়। কিন্তু আর্সেনিকযুক্ত পানি ফুটালে তার আরও বেশি ক্ষতিকর হয়।
থিতানোঃ (Sedimentation):
এক বালতি পানির মধ্যে ১ চা চামচ ফিটকিরি (K2SO4. Al2(SO4)3, 24H2O গুড়া মিশ্রণ করে কমপক্ষে ৩০ মিনিট রেখে দিলে পানির ভেতরে অবস্থানরত সব অপদ্রব্য থিতিয়ে বালতির তলায় জমা হয়। এবার উপরে থেকে পানি ঢেলে পৃথক জায়গায় রাখা হয়। এভাবে অদ্রবণীয় দূষণ দূর হয়ে যায়।
ছাঁকন (Filtration):
পানিকে দূষণমুক্ত রাখতে বর্তমানে বাজারে জীবাণু, আর্সেনিক ও অন্যান্য দূষক হতে দূর হয়ে ফিল্ডার পাওয়া যাচ্ছে। এই ফিল্টার দিয়ে ছেঁকে নিলে বিশুদ্ধ পানি সংগ্রহ করা যায়।