ফটোফসফোরাইলেশন বলতে কি বুঝায়?
কোন রাসায়নিক পদার্থের সাথে ফসফেট গ্রুপ যোগ হবার প্রক্রিয়াকে ফসফরাইলেশন বলে। ফসফরাইলেশনের একটি প্রকারভেদ হলো ফটোফসফরাইলেশন।
ফটোফসফোরাইলেশন কাকে বলে
সালোকসংশ্লেষণের সময় ADP এর সাথে কোষে অবস্থিত কোন অজৈব ফসফেট যুক্ত হয়ে ATP তৈরী করে। ADP এর সাথে i(P)যুক্ত করার জন্য অনেক শক্তির প্রয়োজন হয়। এই অনেক শক্তি পাওয়া যায় সূর্যালোকের আলোক শক্তি হতে। যে ফসফরাইলেশনে আলোক শক্তির প্রয়োজন হয় তাকে ফটোফসফরাইলেশন বলে।
ফটোফসফরাইলেশনের প্রকারভেদ: সালোকসংশ্লেষণের সময় যে ফটোফসফরাইলেশন হয় তা দুই প্রকার।
১. চক্রীয় ফটোফসফরাইলেশন
২. অচক্রীয় ফটোফসফরাইলেশন
ফটোফসফরাইলেশনের গুরুত্ব:
ফটোফসফরাইলেশন প্রক্রিয়ায় উদ্ভিদ দেহে ATP তৈরী হয়। যা উদ্ভিদ তথা মানবদেহে সঞ্চিত শক্তিরুপে প্রবাহিত হয়।