ফটোশপে খুব সহজে যেকোন ধরনের ছবিকে রিসাইজ করতে পারেন । অর্থাৎ ছবির রিসিও ঠিক রেখে ছবি রিসাইজ করতে পারবেন । ফটোশপে ছবির রিসাইজ করার জন্য ফটোশপে যেকোন একটি ছবির ওপেন করুন । ওপেন করার পর Image মেনু থেকে Image Size লেখাতে ক্লিক করুন । ঠিক নিচের ছবির মতো,
Image Size লেখাতে ক্লিক করার পর নিচের ছবির মতো ট্যাব বের হবে ।
এবার উপরের ছবির লাল দাগ করা Width লেখা ঘরে ছবির ওয়াইড নির্ধারণ করে দিন । Width নির্ধারণ করবার পর Height অটোমেটিক নিয়ে নিবে । উপরের সব কিছু ঠিক ঠাক করে নেবার পর OK লেখা বাটনে ক্লিক করুন । আপনার ইমেজ রিসাইজ হয়ে যাবে ।