বাংলাদেশী নাগরিকদের জন্য কবে থেকে সৌদির ই-ভিসা পদ্ধতি চালু হয়?

প্রশ্ন উত্তরCategory: বাংলাদেশ বিষয়াবলীবাংলাদেশী নাগরিকদের জন্য কবে থেকে সৌদির ই-ভিসা পদ্ধতি চালু হয়?
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

বাংলাদেশীদের নাগরিকদের জন্য সৌদির ই-ভিসা চালুঃ

বাংলাদেশী নাগরিকদের জন্য সৌদি আরবে গমনের জন্য ই-ভিসা বা ইলেকট্রনিক ভিসা পদ্ধতি চালু  করা হয় ০১.০৫.২০২৩ খ্রি. তারিখে। সৌদি আরবের নতুন ই-ভিসা ব্যবস্থা চালুর পর বিশ্বের অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশকে দিয়ে এই কার্যক্রমের শুরু হয়। হজ্ব পালনকারীদের জন্য গত এক বছর ধরে ই-ভিসা চালু ছিল।


এখন হতে যারা সৌদি আরবে যাবেন তাদের কাজ, ভ্রমণ এবং থাকাসহ সব ধরনের কার্যক্রমে কাগজের ভিসার পরিবর্তে ই-ভিসা মাধ্যমে সকল পরিচালিত হবে। ই-ভিসা চালুর ফলে এখন থেকে A4 সাইজের কাগজে ভিসা প্রিন্ট বের করে দেওয়া হবে। কাগজের নিচের অংশের একটি বারকোড দেয়া থাকবে। ঐ বারকোডে ভ্রমণকারী ব্যক্তির তার সকল তথ্য সন্নিবেশিত থাকবে।

পূর্বে ভিসা স্টিকারে শুধু আরবি ভাষায় তথ্য লেখা থাকত। কিন্তু ই-ভিসা চালুর করার পর আরবি ও ইংরেজি দুই ভাষায় তথ্য উল্লেখ থাকবে। এর ফলে বাংলাদেশীরা সহজে বুঝতে পারবে ভিসা কতদিনের জন্য এবং কোন শ্রেণীতে আবেদনকারী ভিসা পেলেন।

Your Answer

3 + 19 =

error: Content is protected !!