কবে বাংলাদেশ ভারতের নিকট হতে এক একর জমি ফেরত পায়?

প্রশ্ন উত্তরCategory: বাংলাদেশ বিষয়াবলীকবে বাংলাদেশ ভারতের নিকট হতে এক একর জমি ফেরত পায়?
Abdullah Al Faroque Staff asked 6 months ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 6 months ago

ভারতের নিকট হতে বাংলাদেশের এক একর জমি ফেরত পাওয়াঃ

দীর্ঘ ৪৫ বছর পর ১২.০৪.২০২৩ খ্রি. তারিখে ভারতের নিকট হতে এক একর জমি ফিরে পায় বাংলাদেশ। নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় আগ্রাদ্বিগুন ইউনিয়নে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিবাদ নিষ্পত্তি পূর্বক এই জমি ফিরে পায়।


পতাকা বৈঠকের সময় ব্যাটালিয়ন কমান্ডারের উপস্থিতিতে উভয় দেশের ল্যান্ড সার্ভেয়ার বিরোধ পূর্ণ জমির বিভিন্ন কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন পূর্বক জরিপকার্য পরিচালনা করেন। ভারত ১৯৭৭ সাল থেকে জমিটি ভোগ দখলে বাধা প্রদান করে আসছিল। এই জমিটি আগ্রাদ্বিগুন বিওপির সীমান্ত পিলার ২৫৫৭/২০- আর থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামচন্দ্রপুর নামক স্থানে অবস্থিত।

Your Answer

8 + 15 =

error: Content is protected !!