বায়োমেট্রিক সিম নিবন্ধন যাচাই

প্রশ্ন উত্তরCategory: সাধারণবায়োমেট্রিক সিম নিবন্ধন যাচাই
জয় হাসান asked 6 years ago

বায়োমেট্রিক সিম নিবন্ধন যাচাই কিভাবে করবো ? 


1 Answers
Imran Hossain answered 6 years ago

আপনার বায়োমেট্রিক ভাবে আপনার সিম সঠিক ভাবে নিবন্ধন হয়েছে কি না সেটি জানতে গ্রামীন ফোন, বাংলালিংক,  রবি, টেলিটক এয়ারটেল সিম থেকে ম্যাসেজ পাঠিয়ে দিয়ে আপনার সিমের নিবন্ধন চেক করতে পারেন ।


  • গ্রামীনফোন ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন, reg এবং পাঠিয়ে দিন ৪৯৪৯ নাম্বারে ।
  • টেলিটক এর ক্ষেত্রে আপনার ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন, Q পাঠিয়ে দিন ১৬০০ নাম্বারে ।
  • রবি এর ক্ষেত্রে ডায়াল করুন, *১৬০০*১#
  • বাংলালিংক এর ক্ষেত্রে ডায়াল করুন, *১৬০০*১#
  • এয়ারটেল এর ক্ষেত্রে *১২১*৪৪৪#

Your Answer

16 + 10 =

error: Content is protected !!