স্যাম্পল মানে কি?

প্রশ্ন উত্তরCategory: সাধারণস্যাম্পল মানে কি?
Shamim asked 4 years ago

স্যাম্পল কি জানতে চাই ? 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

স্যাম্পল কি?
স্যাম্পল শব্দটি একটি ইংরেজি শব্দ  যার ইংরেজি বানান sample এবং এর মানে হচ্ছে নমুনা । উদাহরন সরুপ বলা যেতে পারে যে আমরা বিভিন্য সময় আমাদের কাছ থেকে রক্তের টেস্ট করার জন্য রক্তের নমুনা বা স্যাম্পল নিয়ে থাকে ডায়াগোনস্টিক সেন্টার গুলো । কিংবা আরও উদাহরন দেয়া যেতে পারে এভায়ে আপনি ধান বা চাল বিক্রি করবেন । এবার আপনি কিছু পরিমান ধান বা চাল নিয়ে বাজারে গেলেন এবং ক্রেতা দের দেখালেন । তো আপনি আসলে ধান বা চাল এর স্যাম্পল দেখাচ্ছেন এবং ক্রেতারা পছন্দ করলে আপনি গুডাউন বিক্রি করে দেবেন ।
আশাকরি বোঝাতে পেরেখি স্যাম্পল কি।


Your Answer

2 + 16 =

error: Content is protected !!