বিজয় বাংলা কিবোর্ড এর প্রতিষ্ঠাতা কে

প্রশ্ন উত্তরCategory: সাধারণবিজয় বাংলা কিবোর্ড এর প্রতিষ্ঠাতা কে
হিরা asked 6 years ago

বিজয় বাংলা কিবোর্ড এর প্রতিষ্ঠাতা কে জানতে চাই 


1 Answers
Imran Hossain answered 6 years ago

বিজয় কিবোর্ড হল মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস এবং লিনাক্স-এ গ্রাফিক্যাল লেআউট পরিবর্তক এবং ইউনিকোড ও এএনএসআইসমর্থিত বাংলা লেখার সফটওয়্যার। বিজয় এর প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৬ ডিসেম্বর ১৯৮৮ সালে যা ইউনিকোড ভিত্তিক অভ্র কী-বোর্ড আসার পূর্বপর্যন্ত বহুল ব্যাবহৃত হয়েছে। ইউনিকোড পরিপূর্ণভাবে প্রচলনের স্বার্থে বিজয় এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ২০০৯ সালে। প্রথম সংস্করণের সকল বৈশিষ্ট্য বজায় রেখে দ্বিতীয় সংস্করণে এমন কিছু নতুন বর্ণ যুক্ত করা হয় যা ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার জন্য প্রয়োজন হয়। প্রকৃতপক্ষে বিজয় এর দ্বিতীয় সংস্করণ সম্পূর্ণ প্রয়োগ করা হয়েছে বিজয় এর ইউনিকোড এবং গোল্ড সংস্করণে। বিজয় কিবোর্ডের জনক মোস্তাফা জব্বার
উইকিপিডিয়া তথ্য অনুসারে


Your Answer

20 + 13 =

error: Content is protected !!