ভারত এ যাওয়ার পর ভিসার মেয়াদ শেষ হলে কি করবো ?

প্রশ্ন উত্তরCategory: Questionsভারত এ যাওয়ার পর ভিসার মেয়াদ শেষ হলে কি করবো ?
md shujon sarker asked 7 years ago

ভাই, আমার সালাম নিবেন, আমার প্রশ্ন আমি যদি ভারত এ যাওয়ার পর আমার ভিসার মেয়াদ কোন কারনে শেষ হয়ে যায় তাহলে আমি কি করতে পারি??? জানালে অনেক খুশি হবো 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 7 years ago

ভারতে যাবার পর ভিসা শেষ হবার আগেই আশার চেস্টা করুন । তার পরও যদি আটকা পড়েন তার যুক্তিযুক্ত কারন রেডি করে রাখুন । টুরিস্ট ভিসাতে গেলে সেটা রিনিউ করা যাবে বলে মনে হয়না ।


তবে যদি চিকিৎসার জন্য যান, তাহলে ডাক্তারের কাছ থেকে রেফারেন্স নিন যে আপনার ভারতে থাকতে হবে আরো কিছুদিন । পাশাপাশি কলকাতাতে বাংলাদেশ এম্বাসির সাথেও যোগাযোগ রাখুন যে আপনার ভিসা শেষ হয়ে যাবার পরও আপনি ভারতে আছেন । স্থানীয় পুলিশ সুপারের (ভারতীয়) সাথেও যোগাযোগ রাখতে হয়  এবং ভিসার মেয়াদ সাময়িক ভাবে বাড়িয়ে নেয়া যায় । তবে সেটা খুব জরুরী না হলে না চিন্তা করাই ভালো, কারন বেশ ঝামেলার কাজ ।

Your Answer

17 + 17 =

error: Content is protected !!