tv-sticks-problem

Abdullah Al Marjan asked 2 years ago

আসসালামু আলাইকুম। আমি ল্যাপটপে ডিস দেখার জন্য TV Sticks কিনছি। এখন সব টিক আছে, চ্যানেল আসছে।কিন্তু সব চ্যানেল আসে নাই।কি করতে পারি? আর সাউন্ড ও আসছে না ঝির ঝির শব্দ করতেছে


1 Answers
Md Shariar Sarkar Staff answered 2 years ago

ওয়ালাইকুম আসসালাম, আপনার সমস্যাগুলোর সম্ভাব্য সমাধান হতে পারে
সব চ্যানেল আসেনা —
— এর কারন হতে পারেন যে এখন সেটাপ বক্স এর প্রয়োজন পড়ে কোন কোন ডিস প্রভাইডার এর ক্ষেত্রে । খোজ নিয়ে দেখুন আপনার ডিস লাইন প্রভাইডার এর কাছে ।
ঝির ঝির শব্দ করে —
— আসলে ফুল এইচডির মতো মনেহয় TV Stick দিয়ে আসেনা । TV Box  গুলো ভালো পার্ফম করে, তবে সেগুলো আবার ল্যাপটপ এ চালানো যায়না । আর একই লাইন থেকে একসাথে কয়েকটা লাইন চালালে কোয়ালিটি ড্রপ করতে পারে । এক্ষেত্রেও ডিস লাইন প্রভাইডার এর  সাথে যোগাযোগ করে দেখতে পারেন ।


Your Answer

0 + 20 =

error: Content is protected !!