মাইক্রোসফট ওয়ার্ড কি
মাইক্রোসফট ওয়ার্ড তৈরি করা একটি ওয়ার্ড প্রসেসর । এটি ১৯৮৩ সালে জেনিক্স সিস্টেমের জন্য মাল্টি-টুল ওয়ার্ড নামে বাজারে ছাড়া হয় । এক কথায়, মাইক্রোসফট ওয়ার্ড হল একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়ার। এর সাহায্যে প্রশ্ন, দলিল, চিঠিপত্র টাইপ করা ইত্যদি ছাড়াও প্রিন্ট দেওয়া, ছোটখাট ডিজাইন করা, বই তৈরি করাসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। তাকেই মাইক্রোসফট ওয়ার্ড বলে।
Computer এ ডকুমেন্ট তৈরি করবার জন্য বহুল ব্যবহৃত একটি এপ্লিকেশন হচ্ছে Microsoft Word . Print Media তে বেশি ব্যবহার করা হয় এবং সাধারন ডকুমেন্ট যেমন চিঠি, আবেদন, সিভি এসব তৈরি তেও প্রচুন ব্যবহার হয় Microsoft Word প্রগ্রাম ।
আরো জানতে দেখুন Microsoft Word এর উপরে আমাদের টিউটোরিয়াল গুলো https://kivabe.com/?p=2169
মাইক্রোসফট ওয়ার্ড কী?
মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট কর্তৃক তৈরি করা একটি ওয়ার্ড প্রসেসর। এটি ১৯৮৩ সালে জেনিক্স সিস্টেমের জন্য মাল্টি-টুল ওয়ার্ড নামে বাজারে ছাড়া হয়। পরবর্তীকালে আইবিএমসহ বিভিন্ন প্লাটফর্মের জন্য যেমন, ডস, অ্যাপল ম্যাকিন্টশ-এর ম্যাক ওএস, এটিএন্ডটি ইউনিক্স পিসি ইত্যাদি
ধন্যবাদ