এক্সেল এর কাজ কি ?

dollar asked 4 years ago


2 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

এক্সেল এর কাজ কি এর উত্তর দিতে গেলে আসলে অনেক কিছু বলা লাগে । এক্সেল একটি স্প্রেডসিট প্রোগ্রাম যার সাধারন কাজ হচ্ছে দোকান পাট কিংবা অফিস সমুহের বিভিন্য হিসার রাখা । তবে এর ব্যপক ব্যবহার হয় তথ্য অ্যানালাইজ করা ও গ্রাফ আকার কাজে ।
যে হিসাব গুলো ক্যালকুলেটর এ করতে আপনার সারাদিন লেগে যাবে, সেই হিসাবগুলো আরো অরগানাইজড ওয়েতে এবং তাড়াতাড়ি করা যায় এই Microsoft Office এর  Excel Program দিয়ে ।
এক্সেল এর বিস্তারিত কাজ জানলে আমাদের টিউটোরিয়াল গুলো দেকে নিতে পারেন
https://kivabe.com/topic/office-program/
এবং এক্সেল ভিডিও টিউরিয়াল গুলে পেতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এ


 

Hasan answered 2 years ago

ধন্যবাদ এক্সেল এর কাজ নিয়ে এতো সুন্দর একটি ভিডিও দেবার জন্য । Excel এর কাজ গুলো আমার ভালো লাগে, আর অনেক কিছু শিখতেছি ও। এক্সেল দিয়ে আরো কি কি কাজ করা যায় তার একটা ভিডিও চাই । 
অনেক দিন ধরে আপনার নতুন ভিডিও পাচ্ছিনা । তবে উপরের এক্সেরর ভিডিও টি দিক্ত অনেক কাজের । এক্সেল কম সময়ে শেখার জন্য ভালো একটি Excel Video Tutorial 


Your Answer

18 + 7 =

error: Content is protected !!