মাদকাসক্তির লক্ষণঃ
যে কোন ব্যক্তি মাদকাসক্তে আসক্ত হলে তার মধ্যে কিছু লক্ষণসমূহ প্রকাশ পেয়ে থাকে। অনেকগুলো লক্ষণ স্বাভাবিক ও সুস্থ মানুষের মধ্যে দেখা যায় না। মাদকাসক্তি ব্যক্তির প্রধান লক্ষণগুলো নিম্নরুপঃ
- খাবার দাবারের প্রতি অরুচি বেশি হওয়া
- সবসময় নিজেকে অগোছালোভাবে থাকা
- কোন কাজকর্মে আগ্রহ না থাকা এবং ঘুম না হওয়া
- নিজেকে সবসময় সবার সামনে থেকে দূরে থাকা
- দৃষ্টিতে অস্বচ্ছতা এবং চোখ লাল হয়ে যাওয়া
- শরীর হতে ক্রমাগত ঘাম নিঃসরণ হওয়া
- আলসেমি ও উদ্বিগ্ন ভাব হওয়া
- মনোসংযোগ না থাকা, টাকা পয়সা চুরি করা এমনকি মাদকের টাকা সংগ্রহের জন্য বাড়ির বিভিন্ন জিনিপত্র ভাংচুর করা।
- ব্যক্তিগত ইচ্ছা বা অনিচ্ছা ছাড়াও সামাজিক তথা পরিবেশের কারণেও মানুষের মাদকদ্রব্যের প্রতি আসক্ত হতে পারে, যেখান থেকে সে ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়ে।