মেন্ডেলের বংশগতিয় প্রথম ও দ্বিতীয় সূত্র কী ? ব্যাখ্যা কর।

প্রশ্ন উত্তরCategory: জীব বিজ্ঞানমেন্ডেলের বংশগতিয় প্রথম ও দ্বিতীয় সূত্র কী ? ব্যাখ্যা কর।
Ziaur asked 3 years ago


2 Answers
Ziaur answered 3 years ago

মেন্ডেলের বংশগতিয় প্রথম ও দ্বিতীয় সূত্র

বংশগতি হলো বাবা-মা হতে, অযৌন অথবা যৌন প্রজননের মাধ্যমে সন্তান-সন্ততিতে জিনগত বৈশিষ্ট্য স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়া। গ্রেগর ইয়োহান মেন্ডেল কে বংশগতির জনক বলা হয়ে থাকে।


গ্রেগর ইয়োহান মেন্ডেল ১৮৫৭ সালে ৩৪ ধরনের মটরশুটির বীজের উপর গবেষণা শুরু করেন। মটরশুটি উদ্ভিদের সাতটি চরিত্রকে বেছে নিয়েছিলেন তিনি। যার ভিত্তিতে তার র্দীঘ গবেষণা শেষে নিম্মোত্ত দুটি বংশগতীয় সূত্র প্রদান করেন।

মেন্ডেলের প্রথম সূত্র

মেন্ডেলের প্রথম সূত্রটি ‘পৃথকীভবনের সূত্র (Law of Segregation) নামে পরিচিত।

”মনোহাইব্রিড ক্রসে প্রথম বংশধরের উদ্ভিদে বৈসাদৃশ্যময় দুটি ফ্যাক্টর মিশ্রিত না হয়ে পাশাপাশি অ্যালিলে অবস্থান করে এবং পরবর্তী গ্যামেট সৃষ্টিকালে ফ্যাক্টর দুটি পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে গমন করে।”

মেন্ডেলের দ্বিতীয় সূত্র

মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি ‘স্বাধীন বন্টনের সূত্র’ (Law of Independent Assortment) নামে পরিচিত।

”দুই বা ততোধিক জোড়া বৈসাদৃশ্যময় (বিপরীত) বৈশিষ্ট্যসম্পন্ন দুটি জীবের মধ্যে ক্রস (সংকরায়ন) ঘটালে প্রথম বংশধরে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে কিন্তু পরবর্তীতে জননকোষ উৎপাদনকালে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যসত্ম হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে।”

Islam answered 3 years ago


Your Answer

13 + 1 =

error: Content is protected !!