মেমোরির কোন কিছু ডিলিট হয় না?

প্রশ্ন উত্তরCategory: সাধারণমেমোরির কোন কিছু ডিলিট হয় না?
Hanif asked 6 years ago

মেমোরি থেকে কোন কিছু ডিলিট করতে পারতিছি না কিভাবে মেমোরি থেকে কিছু ডিলিট করবো । 


3 Answers
Imran Hossain answered 6 years ago

ধ্যনবাদ আপনার প্রশ্ন করার জন্য । অনেক সময় এই ধরনের সমস্যার সম্মক্ষিন এ পড়তে হয় । যেমন, মেমরি থেকে কিছু ডিলিট হয় না , মেমোরি কার্ড ফর্মমেট হচ্ছে না , ফাইল ডিলিট হচ্ছে না, ফোল্ডার ডিলিট হচ্ছে না, মেমোরি কার্ড সমস্যা এবং মেমোরি কার্ড ফরমেট চাচ্ছে ইত্যদি সমস্যায় পড়ি । এই ধরনের সমস্যার সমাধাণ এর জন্য নিচের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে নেই ।


 

ডিলিট সমস্যার সমাধাণ

Rajjak answered 2 years ago

ডিলেট করি আবার চলে আসে


Shihab answered 1 year ago

মেমোরি কাড ফোনে তুললে ফোন হ্যাং হয়ে যায় আর ফোন ON হয় না , কিন্তু যখন ফোন থেকে মেমোরি বের করি তখন আবার ফোন ON হয় । এরকম কেন হয় ? উত্তরটা জানান দয়া করে


Your Answer

6 + 3 =

error: Content is protected !!