রাউটার কি এবং রাউটার কিভাবে কাজ করে?

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিরাউটার কি এবং রাউটার কিভাবে কাজ করে?
Razu asked 6 years ago

রাউটার সম্পর্কে জানতে রাউটার কি কেন কিভাবে কাজ করে 


1 Answers
Imran Hossain answered 6 years ago

রাউটার কি এবং রাউটারের কাজ

রাউটার মূলত নেটওয়ার্কিং ডিভাইস । যার মধ্যে দিয়ে ডাটা টান্সফার করার মাধ্যেম । Router ইন্টারনেট এর ট্রাফিক এর কাজ করে থাকে । একাধিক নেটওয়ার্কের সমন্বয় মধ্যে দিতে একটি ডাটা থেকে অন্য একটি রাউটিং পাঠানোর হয় যতক্ষন না পর্যন্ত তা একটি গন্তব স্থলে যাবে । একটি রাউটার বিভিন্ন নেটওয়ার্কের দুই বা তার অধিক ডাটা লাইনের সাথে যুক্ত থাকে । রাউটারের কাজ নেটওয়ার্ক সুইচের বিপরীত, সুইচ বিভিন্ন ডাটা লাইনকে একটি নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করে)। যখন একটি ডাটা প্যাকেট এই লাইনগুলোর একটিতে পৌঁছে, তখন রাউটার এর চূড়ান্ত গন্তব্য জানার জন্য প্যাকেটের তথ্য পড়ে।


Your Answer

16 + 6 =

error: Content is protected !!