রুই মাছের আইশ কোন ধরনের ? আইশের প্রকারভেদ বিষয়ে জানতে চাই।

প্রশ্ন উত্তরCategory: জীব বিজ্ঞানরুই মাছের আইশ কোন ধরনের ? আইশের প্রকারভেদ বিষয়ে জানতে চাই।
Ziaur asked 3 years ago


2 Answers
Ziaur answered 3 years ago

আঁইশ হলো দেহত্বক অস্থিময় কতগুলো পাত সদৃশ্য গঠন যা দ্বারা আবৃত থাকে। রুই মাছের দেহ সাইক্লয়েড আঁইশ (Cycloid scale) দ্বারা আবৃত থাকে। এগুলো সাধারণত গোলাকার ও রূপালী বর্ণের হয়ে থাকে। রাসায়নিকভাবে আঁইশগুলো চুন ও কোলাজেন তন্তু নিয়ে গঠিত।


Fish scales

আঁইশের কেন্দ্রস্থলে ফোকাস রেখা থাকে। আঁইশের কেন্দ্রস্থলকে ফোকাস বলে। আঁইশের কেন্দ্রকে ঘিরে ঘন সন্নিবিষ্ট কতগুলো রেখা থাকে। এগুলোকে সার্কুলি (circuli) বলে। আঁইশে সার্কুলিগুলোর মাঝে গাঢ় বর্ণের বৃদ্ধি রেখা অর্থাৎ অ্যানুলি (একবচনে অ্যানুলাস) থাকে, যেগুলোর সংখ্যা প্রতিবছর একটি করে বৃদ্ধি পেতে থাকে।

এগুলো গণনা করে মাছের বয়স নির্ধারণ করা হয়।  এরা চলনের সময় পানির বাধা হ্রাস করে। তাছাড়া শ্রেণিবিন্যাস ও বয়স নির্ণয়ে এরা ভূমিকা রাখে।

আইশের প্রকারভেদ

মাছের আঁইশ সাধারণত চার প্রকার:

ক) সাইক্লোয়েড
খ) টিনয়েড
গ) প্লাকয়েড
ঘ) সাইনয়েড

Foysal answered 2 years ago

হ্যাহyesYes


Your Answer

2 + 18 =

error: Content is protected !!