আমি একটা রিচার্জেবল ইলেকট্রিক রেজার বা ট্রিমার কিনেছি। যার মডেল নং KEMEI – 519A. আমি রিচার্জ না করেই বাচ্চার চুল কাটতে গিয়ে দেখি এটা মোটেও কাটছে না। দোকানেও এটা ফেরত নেবে না। দাম ছিল ৭৫০ টাকা। এখন কী করব। আমার কি ব্যবহার করতে ভুল হচ্ছে ? না জিনিসটাই ত্রুটিপূর্ণ ?
রিচার্জ না করেই বলতে আপনি বোদ হয় বোঝাতে চেয়েছেন যে নেবার পর চার্জ না করেই ব্যবহার করেছেন বা করার চেস্টা করেছেন । এমন ও তো হতে পারে যে চার্জ নেই বা শেষ হয়েগেছে বলে কাজ করছে না ।
ট্রিমার গুলোর ভিতের থাকে রিচার্জেবল ব্যটারি এবং একটি ইলেক্ট্রিক মটোর । যেহেতু বিক্রেতা ফেরত নিচ্ছেনা, চেক করে দেখুন যে চার্জ দেবার পর অন করলে মটোর ঘুরছে কিনা । মটোর ঘুরলে উপরের দিকের কাটার গুলো চলতে শুরু করবে এবং চুল কাটবে ।
আর যদি মটোর ই না ঘুরে, তাহলে কোন ইলেক্ট্রিক মেকার কে দেখান, ওরা খুলে চেক করে জানাবে । হতে পারে ব্যটারি কাজ করছেনা কিংবা মটোর এর সমস্যা কিংবা কথাও তার লুজ হয়ে আছে ।
আর কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়ে প্রশ্ন থাকলে দেখে নিতে পারেন নিচের ভিডিও টি ।