লিউকোপ্লাস্ট (Leucoplast):
যেসকল প্লাস্টিডে কোন প্রকার রঞ্জক পদার্থ থাকে না, তাদের লিউকোপ্লাস্ট বলা হয়। যেসব কোষে সূর্যের আলো পৌঁছতে পারে না যেমন ভ্রুণ, মূল, জননকোষ ইত্যাদিতে লিউকোপ্লাস্ট দেখতে পাওয়া যায়। এদের খাদ্য সঞ্চয় করা হলো প্রধান কাজ। আলোর কাছাকাছি এলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারে।