আমার ল্যাপটপে সাউন্ড ঠিক আছে।কিন্তু যখন হেডফোন(মোবাইল) লাগাই তখন হেডফোনে কিছু শুনিনা।নরমাল অডিও মানে জোরে জোরে শুনি।দুই তিন তা হেডফোন চেঞ্জ করেছি।লাভ হয় নি।
বেশ কিছু কারন থাকতে পারে মোবাইল হেডফোন এ সাউন্ড না আসার । আমরা একে একে সেগুলো আলোচনা করে দেখি …
- আপনি মোবাইল এর যে হেডফোন ব্যবহার করছেন, সেটার পিন একটা । আপনার ল্যাপটপের সাউন্ড এর আউটপুট পিন কয়টা? যদি দুইটা হয়, তাহলে দেখুন আপনি মাইক্রোফন এর জায়গায় নাকি হেডফোন এর জায়গায় প্রবেশ করাচ্ছেন আপনার হেড ফোন এর পিন । আর একটা হলে সেটা কম্ব, তাই মোবাইল এর হেডফোন সেখানে কাজ করার কথা এমনিতেই ।
- প্রথম টেস্ট এর পরও যদি সাউন্ড না আসে, এবার দেখতে হবে আপনার ল্যাপটপ এর সাউন্ড ড্রাইভার আপ-টু-ডেট কিনা । কারন অনেক সময় সাউন্ড ড্রাইভার এর কারনেও হেড সেট এ সাউন্ড জায়না , সেটিংস থেকে বার বার দেখিয়ে দেয়া লাগে । তো সেক্ষেত্র আপনি আপনার সাউন্ড ড্রাইভার আপডেট কিনা সেটা চেক ও প্রয়েজনে আপডেট করে নিতে পারেন এই লিংক এর দেয়া ধারনা মতে : Audio Driver , Wifi Driver ও বিভিন্য মিসিং ড্রাইভার ইন্সটল ও আপডেট করার নিয়ম ।
- উপরের দুই পদ্ধতিতেও কাজ না হয়ে এবার ধারনা করা যেতে পারে আপনার ল্যাপটপ এর হার্ডওয়ার এর সমস্যা আছে । সেক্ষেত্রে যারা ল্যাপটপ সার্ভিসিং করেন তাদের কাছে দেখানোই ভালো । তবে খেয়ার রাখবেন তারা যেনো অভিজ্ঞ হয় ।