সমীকরণের মূল( Root of equation):
সমীকরণের মূল বলতে আসলে সেই সমস্ত ফ্যাক্টর বা মুল্য কে বোঝায় যা ওই সমীকরণকে সিদ্ধ করে।
অন্যভাবে বলা যেতে পারে সমীকরণের মূল এমন একটা মূল্য যা বোঝায় যে সমীকরণটি কি কি মুল্যে তৈরি।
যেমনঃ x2-5x+6=0, সমীকরণটির মূল হবে x=3, 2
3 বা 2 যেকোনো একটি মূল উক্ত সমীকরণকে শূন্যে মিলায় দিতে সক্ষম।