সাধারণ গুণিতক বুঝতে হলে গুণিতক কি এটা আগে বুঝতে হবে।
গুণিতক হলো যেকোনো সংখ্যার সাথে অন্য কোনো পূর্নসংখ্যার গুণফল। ৪ সংখ্যাটিকে ১, ২ ও ৩ দ্বারা গুণ করলে যথাক্রমে ৪, ৮ ও ১২ পাওয়া যাবে। এখানে ৪, ৮ও ১২ হলো ৪ এর গুণিতক। একটি সংখ্যার অসংখ্য গুণিতক নির্ণয় করা সম্ভব।
সাধারণ গুণিতক কাকে বলে
সাধারণ গুণিতক (Common Multiple) : এখানে সাধারণ বলতে একই জাতীয় জিনিস। দুই বা ততোধিক সংখ্যার গুণিতকগুলোর মধ্যে যে গুণিতক গুলোর মিল পাওয়া যাবে তাদেরকে সাধারণ গুণিতক (Common Multiple) বলে।
উদাহরণ হিসেবে, ৪ এর গুণিতক গুলো হলোঃ ৪, ৮, ১২, ১৬, ২০, ২৪ ইত্যাদি
আবার, ৮ এর গুণিতক গুলো হলোঃ ৮, ১৬, ২৪, ৩২ ইত্যাদি।
এখানে,৪ ও ৮ এর সাধারন গুণিতক হলোঃ ৮, ১৬, ২৪।
দুই বা ততোধিক সংখ্যার গুণিতক গুলোর মধ্যে যে গুণিতক গুলোর মধ্যে যে গুণিতক গুলোর মিল পাওয়া যাবে তাদেরকে সাধারণ গুণিতক বলে।