সিস্টেম সফটওয়্যার কি?

প্রশ্ন উত্তরCategory: মোবাইল ফোনসিস্টেম সফটওয়্যার কি?
Khalek asked 6 years ago

সিস্টেম সফটওয়্যার 


1 Answers
Imran Hossain answered 6 years ago

সিস্টেম সফটওয়্যার অপারেটিং সিস্টেম এবং কম্পিউটার সিস্টেম ব্যবহার ব্যবহার করা হয়ে থাকে ।সিস্টেম সফটওয়্যার আছে, ডাইগনস্টিক টুলস, কম্পাইলার, সার্ভার, ইউটিলিটি, ভাষা পরিবর্তনের সুযোগ, ডেটা আদান প্রদানের সুযোগ, ডেটাবেস সিস্টেম ইত্যাদি । সিস্টেম সফটওয়্যার এর মধ্যে আছে,


  • লোডার
  • লিস্কার
  • ইউটিলিটি
  • গ্রাফিক ইউজার ইন্টারফেস বা ডিইউআই ।

সহ আরও বেশ কিছু সিস্টেম সফটওয়্যার আছে । কম্পিউটার সফটওয়্যার হার্ডওয়্যার কে পরিচালনা করার জন্য এপ্লিকেশন সফটওয়্যারগুলোকে কাজ করার জন্য উপযোগী করবার জন্য সিস্টেম সফটওয়্যার ব্যবহার হয়ে থাকে ।

Your Answer

18 + 13 =

error: Content is protected !!