সেন্সর কি
বর্তমানে ইলেক্ট্রনিক্সে সেন্সর বহুল পরিচিত একটি ডিভাইস । যা কোন পরিবেশগত কোন পরিবর্তনকে বৈদুত্যিক সিগন্যালে আকারে রূপান্তর করে থাকে।সেন্সর এক ধরনের কনভার্টার বা পরিবর্তনকারী কোন একটি সিগন্যালে পরিবর্তন করে যা পর্ববর্তীতে একটি মাধ্যেমে পরিণত হয় । এক কথায় সেন্সর এমন একটি যান্ত্রিক যন্ত্র যা কোন ঘটনার শব্দ, তাপ আলো ইত্যাদি প্রতি সাড়া দিতে পারে । উধাহরণস্বরূপ, অ্যান্ডয়েড ফোনের ডিসপ্লে এর উপরের দিকে র্টাস করলে আলো জ্জলা অবস্থায় নিভে যায় আবার ফোনে কথা বলার সময় ও স্মার্ট আলো নিভে যায় এইটি হয় মূলত সেন্সরের কারণে হয় ।
সেন্সরের কাজ মূলত যেকোন ধরনের ডিভাইস কিংবা কোন পরিবেশগত কোন পরিবর্তনকে সিগন্যাল হিসাবে রূপান্তর করতে পারেন ।
ইলেক্ট্রনিক্স সেন্সর ৯ প্রকার
- কন্টাক্ট সেন্সর
- টেম্পারেচার সেন্সর
- ডিসটেন্স বা দূরত্ব সেন্সর
- প্রক্সিমিটি সেন্সর
- টাচ সেন্সর
- ইনফ্রারেড সেন্সর
- ফটো ট্রানজিষ্টর
- ফটো ডায়োড
- position sensor