স্নেহ পদার্থের কাজ কি কি?

প্রশ্ন উত্তরCategory: বিজ্ঞানস্নেহ পদার্থের কাজ কি কি?
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

স্নেহ পদার্থের কাজসমূহঃ

  • খাদ্যবস্তুর মধ্যে স্নেহ পদার্থ সবচেয়ে বেশি তাপ এবং শক্তি উৎপন্ন করে।
  • দেহের পুষ্টি এবং বৃদ্ধির জন্য স্নেহ পদার্থ অতি প্রয়োজনীয়।
  • স্নেহ পদার্থ দেহ থেকে তাপের অপচয় বন্ধ হয় এবং ভবিষ্যতের জন্য খাদ্যভান্ডার হিসেবে কাজ করে থাকে।
  • ত্বকের মসৃণতা এবং সজীবতা বজায় রাখে এবং চর্মরোগ প্রতিরোধ করে।
  • যেসব ভিটামিন (A, D, E এবং K) স্নেহজাতীয় পদার্থে দ্রবণীয়, সেগুলো শোষণে সাহায্য করে।


Your Answer

12 + 17 =

error: Content is protected !!