অটোক্যাড কি এবং অটোক্যাড অপারেটর এর কাজ কি? আর অটোক্যাড অপারেশন শিখতে হলে কোথায় যেতে হবে অথবা কি করতে হবে? অটোক্যাড অপারেশন অনলাইনে ফ্রি শিখার কোন ব্যবস্থা থাকলে দয়া করে আমাকে লিংক শেয়ার করা যাবে কি?
অটোক্যাড কি?
এটি একটি ড্রয়িং সফ্টওয়ার । অটোক্যাড (AutoCAD) একটি বাণিজ্যিক কম্পিউটার সহায়ক বিজাইন ( Computer-aided Design = CAD ) সফটওয়ার অ্যাপ্লিকেশন । এই সফটওয়ার টির নির্মাতা Autodesk এবং এটি দিয়ে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক বিভীন্ন মডেল তৈরি করা যায় । এটি বিশেষ করে কোন ধরনের এনজিনিয়ারিং মডেল এর দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক ইমেজ ড্র করতে বেশি ব্যাবহার হয়।
এই অটোক্যাড সফটওয়ারটি যেহেতু ত্রিমাত্রিক ইমেজ তৈরিতে ব্যবহার হয়, তাই এটি দিয়ে ইনজিনিয়ারিং ডিজাইন গুলো যেমন একটি গাড়ির ডিজাইন, কিংবা একটি বিল্ডিং এর ভেতরের ও বাইরের ডিজাইন সহজেই তৈরি করা যায় ।
অটোক্যাড অপারেটির এর কাজ কি ?
অটোক্যাড অপারেটির এর কাজ টি নির্ভর করবে তিনি কোথায় কর্মরত আছেন, তার উপরে । অটোক্যাড অপারেটির এর কাজ হতে পারে AutoCAD দিয়ে তৈরি মডেল গুলো পরিচালনা করা, প্রয়োজনে সেগুলো মডিফাই করা কিংবা নতুন করে তৈরি করা ।
ফ্রি কোথায় শেখা যাবে ?
ইউটিউবে সার্চ করে দেখতে পারেন অটোক্যাড টিউরোরিয়াল লিখে । আশা করি কিছু টিউটোরিয়াল পেয়ে যাবেন । বাংলায় পর্যাপ্ত না পেলেও ইংরেজিতে অনেক ভিডিও আছে । আশা করি আপনি সেখান থেকে শিখে নিতে পারবেন ।