Computer ip address access

Ether Rahman asked 6 years ago

আমার কম্পিউটারের আইপি অ্যাড্রেস কোথায় এক্সসেস নেওয়া হয়েছে আমি কি করল জানবো,, আর কোন আইডি থেকে কোষ ডিভাইস এক্সসেস নিয়েছে আমার কম্পিউটারের আইপি অ্যাড্রেস তা আমি জানবো কি করে, plz help me 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 6 years ago

কম্পিউটার বা স্মার্ট ডিভাইস গুলোর আইপি ফিক্সড না । যখন যে নেটওয়ার্ক এ প্রবেশ করে, তখন সেই নেটওয়ার্ক প্রভাইডার যে আইপি আপনার পিসির জন্য নির্ধারন করে, সেটিই আপনার আইপি । গুগলে গিয়ে what is my ip লিখে সার্চ করুন । গুগলই আপনার কানেন্ট আইপি অ্যাড্রেস বের করে দেবে যেটা আপনার জন্য ISP ( internet Service Provider ) থেকে সেট হয়েছে ।
 
  উদাহরন সরুপ, আপনি জিপির নেট কানেক্ট করে একবার আপনার আইপি দেখেন , আর এক বার রবি কিংবা বাংলা লিংক । দেখবেন আপনার আইপি ভিন্য ভিন্য । তাই এখন আইপি দিয়ে শুধু দেখা হয় কোন দেশ থেকে কিংবা কোন এলাকা থেকে আপনি নেট ব্রাউজ করছেন ।
 
সরাসরি ডিভাইস ট্র্যাক করার জন্য সেই ডিভাইস এ এর ম্যাক অ্যাড্রেস ট্র্যাক হতে পারে।  কিংবা কোন ধরনের ট্র্যাকার সফটওয়ার বা ডিভাইস, যেমন GPS ।


এবার কে কে আপনাকে ট্র্যাক  করছে সেটা বের করা বেশ কস্টোকর ।

Your Answer

4 + 11 =

error: Content is protected !!